কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে মন্ট্রিয়েল টাইগার্সকে জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। সারে জাগুয়ার্সের বিপক্ষে ম্যাচে ব্যাট ও বল হাতে ঝলক দেখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন সাকিব। তার শিকার তালিকায় ছিলেন লিটন দাস, প্রগত সিং এবং ম্যাথু ফ্রডেক। সাকিবের বোলিং তোপে জাগুয়ার্সের ইনিংস থেমে যায় ১৩৬ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। তার ইনিংসে ছিল ১টি ছক্কা এবং ৪টি চার। সাকিবের এই ইনিংস টাইগার্সকে দ্রুত রান তুলতে সাহায্য করে।
অবশেষে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মন্ট্রিয়েল টাইগার্স।
উল্লেখ্য, সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ৩১ বলে ২৮ রান করা দিলপ্রীত।