সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

২১ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ডে ১৫ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রায় দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি (রোববার) নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

২০০৫ সালের পর এটিই তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এছাড়া গত ৯ জানুয়ারি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হতে যাচ্ছে ঢাকার বাইরে তার প্রথম বড় কোনো রাজনৈতিক কর্মসূচি। তার আগমন ঘিরে চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের প্রচারণায় লালদীঘি ময়দানে এসেছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ ২১ বছর পর তিনি চট্টগ্রাম আসছেন, তাও দলের প্রধান হিসেবে।

বিএনপি নেতারা বলছেন, ২৫ জানুয়ারির সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটতে পারে। পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে রূপ নেবে বলে আশা করছেন তারা। এই সমাবেশ থেকে তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যের বার্তা দেবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রচারণায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে বিএনপি। এরই মধ্যে শৃঙ্খলা, প্রচার ও অভ্যর্থনা—এই তিনটি উপ-কমিটি গঠন করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণের কাজ চলছে। নীতিনির্ধারণী পর্যায়ে একাধিক প্রস্তুতি সভাও সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “আমরা তিনটি উপ-কমিটি গঠন করে কাজ শুরু করেছি। সোমবার (১৯ জানুয়ারি) সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আবারও বৈঠকে বসব। আমাদের লক্ষ্য সমাবেশে ১৫ লাখ মানুষের সমাগম ঘটানো। তিনি দীর্ঘ ২ দশক পর চট্টগ্রামে আসছেন, এতে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ কাজ করছে।”

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) চিঠি দেব। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা পাব।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রায় ২১ বছর পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন। তাকে দেখার জন্য চট্টগ্রামের মানুষ উন্মুখ হয়ে আছেন। ২৫ জানুয়ারি পুরো চট্টগ্রামবাসীর জন্য একটি উৎসবে পরিণত হবে। আমরা আশা করি, চট্টগ্রামকে নিয়ে তিনি তার স্বপ্নের কথা সেদিন শোনাবেন।”

পাঠকপ্রিয়