ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু চিকিৎসায় ওষুধের কোনো ঘাটতি নেই এবং হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (২২শে জুলাই) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশে হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা এখনও তৈরি হয়নি। সবার সহযোগিতায় ডেঙ্গুর সংকট কাটিয়ে উঠতে পারব।” শিল্প কারখানা ও স্কুল-কলেজে মশা নিধন কার্যক্রম জোরদার করারও আহ্বান জানান তিনি।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৪৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে ১০ হাজার ৭৯৭ জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে।