সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪: জুনে মাঠে গড়াচ্ছে ২০ দলের লড়াই

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ২০ দলের এই আসর। ফ্লোরিডা ছাড়াও মরিসভিলা, ডালাস ও নিউইয়র্কে ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।

প্রথম রাউন্ডে পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপে ভাগ হবে ২০টি দল। প্রতি গ্রুপের সেরা দুটি দল সুপার-৮ এ খেলবে।

বাংলাদেশ, স্বাগতিক দুই দলসহ ২০২২ বিশ্বকাপের শীর্ষ ৮ দল ও আফগানিস্তান সরাসরি খেলবে।

ইউরোপ থেকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড, এবং পাপুয়া নিউগিনি এরইমধ্যে জায়গা করে নিয়েছে। বাকি পাঁচ দল আমেরিকা (একটি), আফ্রিকা (দুটি) ও এশিয়া (দুটি) থেকে আসবে।

পাঠকপ্রিয়