এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল থেকে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি শুরু হচ্ছে। মিরপুরে ৩ দিনের ফিটনেস ক্যাম্প দিয়ে শুরু হবে এই প্রস্তুতি। ক্যাম্পে ৩২ জন ক্রিকেটার অংশগ্রহণ করবেন। ৩ আগস্ট ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস যাচাই করা হবে। এরপর ৮ আগস্ট থেকে ২১ বা ২২ জন ক্রিকেটার নিয়ে শুরু হবে স্কিল ক্যাম্প।
রোববার মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখবো খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে।”
তবে ৩২ জনের নাম প্রকাশ করেননি নান্নু। তিনি বলেন, “৩২ জনের দল আমরা প্রকাশ করছি না, এটা আমাদের মধ্যেই থাকবে। এখানে তিনটা সংস্করণের অনুশীলন হচ্ছে একসাথে। বাংলা টাইগার্স অনুশীলন করছে, এইচপিও অনুশীলন করছে। এখান থেকেই ৩২ জনকে নিয়েছি।”
এদিকে, পিঠের চোটের জন্য তামিম ইকবাল এখনো দলে যোগ দিতে পারেননি। তাসকিন, মুশফিক জিম-আফ্রো টি-১০ লিগ শেষে দেশে ফিরলেও সাকিব সহ আরও কিছু ক্রিকেটার ফিটনেস ক্যাম্পে থাকছেন না।