ইংল্যান্ডে মেরুদণ্ডের চিকিৎসা শেষে সোমবার (৩১ জুলাই) বিকেলে দেশে ফিরেছেন তামিম ইকবাল। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে আপাতত ব্যাথানাশক ইনজেকশন নিয়ে ফিরলেও দলে কবে ফিরছেন তা এখনো নিশ্চিত নয়।
তামিম জানিয়েছেন, বিসিবি’র সাথে আলোচনা সাপেক্ষে তার দলে ফেরা নির্ভর করবে। হঠাৎ অবসর নেয়ার কারণ বিশ্লেষণ করে কিছু শর্ত রাখবেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘অবসর নেয়ার অনেক কারণ আছে। দেশে ফিরে বিসিবি’র পরিচালনা বিভাগের প্রধানের সাথে খোলামেলা আলোচনা করতে চাই। ৬ থেকে ৮ মাস ধরে কেমন অনুভব করছি এবং কেন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম তা জানাব।’
তিনি আরও বলেন, ‘এখানে ক্রিকেট বোর্ডের সাথে আমার মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কীভাবে তাদেরকে ব্যাখ্যা করতে পারছি, তারা কীভাবে নিচ্ছেন, এটার ওপরই অনেক কিছু নির্ভর করবে। সব যদি আগের মতোই থাকে, তাহলে তো সেই শূন্যতেই থেকে যাব।’