সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে ভয়াবহ ভাঙন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ক্রমশ বড় হচ্ছে ভাঙনের এলাকা। নতুন করে আরও ৪-৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পশ্চিম মুন্ডার ডেইল এলাকায় সড়কের প্রায় ১৫০ মিটার ভেঙে গেছে। ফলে সেখানকার প্রায় দুই হাজার পরিবার ঝুঁকির মধ্যে পড়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে সড়কটিতে ভাঙন শুরু হয়। ৬০ মিটারের কাছাকাছি সড়ক ভেঙে যায়। শুক্রবার ফাটল আরও বড় হয়। সড়কের বিভিন্ন অংশে উপড়ে পড়া ঝাউগাছ সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রভাবশালীরা সড়কের পূর্ব পাশে জমি কিনে ভরাট করতে সমুদ্রসৈকত থেকে অবাধে বালু তুলছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সড়ক রক্ষায় স্থাপন করা জিও ব্যাগগুলোও ফেটে যাচ্ছে। ঘূর্ণিঝড় মোখার আঘাতেও সড়কটির একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছিল।

৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ দেখভালের দায়িত্বে রয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভাঙা স্থানে জিও ব্যাগ ফেলে মেরামত শুরু করেছে তারা।

টেকনাফের সাবরাং ইউনিয়নে ২ কিলোমিটার সড়কে প্রায় ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের আঘাতে ঝাউগাছ উপড়ে সড়কটি প্রস্থে অর্ধেক ভেঙে গেছে। ঢেউয়ের আঘাতে সড়কের কিছু অংশ সাগরে বিলীন হয়ে যাচ্ছে। সাগর উত্তাল থাকায় পাঁচ শতাধিক নৌকা সারিবদ্ধ করে সড়কের বিভিন্ন অংশে তুলে রাখা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের আশঙ্কা, ভাঙন ঠেকানো না গেলে টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে মেরিন ড্রাইভ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

টেকনাফের ইউএনও জানান, পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি বেড়ে মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর কাজ করছে।

পাঠকপ্রিয়