ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় বান্দরবান ও কক্সবাজারের সাথে চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
সাতকানিয়ার কেঁওচিয়া, বাজালিয়া, ঢেমশা, সদর ইউনিয়ন, পৌরসভা ও সোনাকানিয়া ইউনিয়ন এবং লোহাগাড়ার পদুয়া ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
চন্দনাইশের ধোপাছড়ি ও দোহাজারী পৌরসভার আশপাশের এলাকাও প্লাবিত হয়েছে।
বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জেলা প্রশাসন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।