সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ: বন্যায় ক্ষতিগ্রস্ত, উদ্বোধন নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের সেপ্টেম্বরে কাজ শেষে অক্টোবরেই উদ্বোধন হওয়ার কথা ছিল চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। কিন্তু টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রেলপথের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্পটি সময়মতো শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গত তিনদিন ধরে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার নির্মাণাধীন রেলপথ পানিতে তলিয়ে আছে। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ; কক্সবাজারের চকরিয়া, ঈদগাহ ও রামুতে রেলপথের দুই পাশে এখনো পানি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও রোহাগাড়ায়।

ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ সম্ভব হয়নি

দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, পানি না নামা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, বন্যায় রেললাইনের বিভিন্ন পয়েন্টে ক্ষতি হয়েছে।

পানি নেমে গেলেই মেরামত শুরু হবে

মফিজুর রহমান জানান, চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু ও চন্দনাইশ উপজেলার কয়েকটি পয়েন্টে রেললাইন বাঁকা হয়ে গেছে, পাথর সরে গেছে। পানি নেমে গেলেই মেরামতের কাজ শুরু হবে।

পাঠকপ্রিয়