সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে বন্যায় ১৬ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ১৩৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার রাত থেকে বুধবার পর্যন্ত চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা পানির নিচে ছিল। এতে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে যান চলাচল শুরু হলেও এখনো অনেক এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়নি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ জানিয়েছে, বন্যায় ১৩৫ কোটি ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা।

এদিকে বুধবার থেকে পানি কমতে শুরু করলে বিভিন্ন এলাকায় ডুবে যাওয়া নারী-পুরুষ-শিশুর লাশ ভেসে উঠে। বৃহস্পতিবার রাত পর্যন্ত বন্যায় মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সাতকানিয়ায় ৭, লোহাগাড়ায় ৪, চন্দনাইশে ২, বাঁশখালীতে ১, রাউজানে ১ এবং চট্টগ্রাম মহানগরীতে ১ জন রয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় জেলায় ৬ লাখ ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে ৬ হাজার ৭৫৩ জনকে।

পাঠকপ্রিয়