সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

পেঁয়াজে ৪০% শুল্ক: বেনাপোলে দাম বৃদ্ধি, আমদানি কমেছে

নিজস্ব প্রতিবেদক

ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বেনাপোলসহ সীমান্তবর্তী এলাকায় পেঁয়াজের দাম বেড়েছে।

খুচরা ও পাইকারি বাজারে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাড়তি শুল্কের কারণে আমদানি কমেছে। বেনাপোল বন্দর দিয়ে আগে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গত তিন দিনে মাত্র দুটি ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা জানান, শুল্ক বাড়ার কারণে আমদানি ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়েছে বাজারে।

ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে এই শুল্ক আরোপ করা হয়েছে।

বাংলাদেশে বছরে প্রায় ২৬ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে, যার ৭-৮ লাখ টন ভারত থেকে আমদানি করা হয়। বাজার নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ দ্রুত গ্রহণের দাবি জানিয়েছেন ক্রেতারা।

পাঠকপ্রিয়