ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। মেজর জেনারেল মো. শামীম হায়দার তার স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদফতরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে সেনাবাহিনীতে বদলি করা হলো।
তার জায়গায় পদায়ন করা হয়েছে মেজর জেনারেল মো. শামীম হায়দারকে। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।