সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

নিজস্ব প্রতিবেদক

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত বিপিএলের একাদশ আসরের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। রিশাদ হোসেনের শেষ ওভারের নাটকীয়তায় ভর করে তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তামিম ইকবালের দল।

১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবাল (২৯ বলে ৫৪) ও তাওহিদ হৃদয়ের নান্দনিক ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা পায় বরিশাল। কাইল মায়ার্সের ৪৬ রানের ইনিংসটিও জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে ভর করে জয় তুলে নেয় বরিশাল। চিটাগং কিংসের হয়ে ৩৪ রানে ৪ উইকেট নেয়া শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংও দলকে জেতাতে পারেনি।

এর আগে, পারভেজ হোসেন ইমন (৪৯ বলে অপরাজিত ৭৮) ও খাজা নাফির (৪৪ বলে ৬৬) ঝড়ো ব্যাটিংয়ে ভর করে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান তোলে। গ্রাহাম ক্লার্কের ২৩ বলে ৪৪ রানের ইনিংসটিও উল্লেখযোগ্য ছিল। তবে, সাত উইকেট হাতে থাকার পরও ২০০ রানের মাইলফলক স্পর্শ করতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে চিটাগং।

ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জেতার গৌরব অর্জন করল বরিশাল। সেই সঙ্গে, চ্যাম্পিয়ন হয়ে ২.৫ কোটি টাকা জিতে নিয়েছে তামিম ইকবালের দল, আর রানার্সআপ চিটাগং কিংস পেয়েছে ১.৫ কোটি টাকা।

পারিশ্রমিক নিয়ে বিড়ম্বনা, স্পট ফিক্সিংয়ের অভিযোগসহ নানা বিতর্ককে পেছনে ফেলে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের।

পাঠকপ্রিয়