মাঠের পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে আশানুরূপ না হলেও সামাজিক মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয়তা আকাশচুম্বী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পোস্টেও এর ব্যতিক্রম দেখা যায়নি। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে আইসিসির প্রচারণায় আট দলের মধ্যে বাংলাদেশ এগিয়ে রয়েছে।
আজ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে আইসিসির অফিশিয়াল ফেসবুক পেজে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমদের নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। ‘টাইগাররা ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে গর্জন ছুড়তে প্রস্তুত’ শিরোনামের ভিডিওটি দুই ঘণ্টায় (বেলা সাড়ে ১১টা পর্যন্ত) ৫০ হাজারের বেশি প্রতিক্রিয়া পায়। ভিডিওতে ক্রিকেটারদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পরে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতে দেখা যায়।
এর আগে দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের ছবি পোস্ট করে আইসিসি, যেখানে ৬০ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। এছাড়া, আট দলের চূড়ান্ত স্কোয়াডের তালিকায় বাংলাদেশের ছবিতে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে, যদিও এর মধ্যে কিছু নেতিবাচক মন্তব্যও রয়েছে।
এই পরিসংখ্যান প্রমাণ করে, ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয়তা কতটা ব্যাপক। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স ভালো না হলেও সমর্থকদের আগ্রহে ভাটা পড়েনি। ২০২৪ সালে তিনটি ওয়ানডে সিরিজের মধ্যে দুটিতেই হেরেছে বাংলাদেশ, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার মতো ঘটনাও রয়েছে।
উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ দল। মাঠের খেলায় সমর্থকদের প্রত্যাশা পূরণই এখন শান্ত-মিরাজদের মূল লক্ষ্য।