দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলল ভারত। রোহিত শর্মার বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে ভারত জয়ের ভিত গড়লেও, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করেই শেষ হাসি হাসে টিম ইন্ডিয়া।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালোই হয়েছিল। রাচিন রবীন্দ্র (৩৭) এবং ড্যারেল মিচেলের (৬৩) ব্যাটে ভর করে তারা ভালো সংগ্রহের দিকে এগোচ্ছিল। কিন্তু মিডল অর্ডারে গ্লেন ফিলিপস (৩৪) এবং মাইকেল ব্রেসওয়েল (৫৩) ছাড়া আর কেউই তেমন রান করতে না পারায় ৭ উইকেটে ২৫১ রানেই থেমে যায় কিউইদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন রোহিত শর্মা। শুভমান গিলকে (৩১) সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ১০৫ রান যোগ করেন তিনি। রোহিত ৮৩ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে যখন ফিরছেন, তখন মনে হচ্ছিল ভারত বুঝি সহজেই জিতে যাবে। কিন্তু বিরাট কোহলি (১) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত।
তবে শ্রেয়াস আইয়ার (৪৮), অক্ষর প্যাটেল (২৯) এবং কেএল রাহুলের (অপরাজিত ৩৪) ব্যাটে ভর করে ভারত সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। সেই সাথে নিশ্চিত করে নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা। হার্দিক পান্ডিয়াও শেষের দিকে কার্যকরী ১৮ রান যোগ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
* নিউজিল্যান্ড: ২৫১/৭ (৫০ ওভার)
* ভারত: ২৫৫/৬ (৪৯ ওভার)
ফলাফল: ভারত ৪ উইকেটে জয়ী।