সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

লাল-সবুজে মাতাতে আসছেন হামজা চৌধুরী, বাফুফের বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

জামাল ভূঁইয়া, তারিক কাজীর পর এবার বাংলাদেশের জার্সিতে খেলতে আসছেন আরেক প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্ডারের অভিষেক হতে যাচ্ছে আগামী ২৫ মার্চ, শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই তারকাকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সময় স্বল্পতার কারণে হামজার জন্য কোনো আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন না থাকলেও, তার নিরাপত্তা ও সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাফুফে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ১৭ মার্চ সিলেট বিমানবন্দরে নামার পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য হামজাকে স্বাগত জানাবেন। এরপর বাফুফের ব্যবস্থাপনায় হবিগঞ্জে যাবেন তিনি। তার জন্য একটি বিশেষ গাড়ি ও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়াল নিয়োজিত থাকবেন। এছাড়াও, প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশের ফুটবলে এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলারকে দেখা যায়নি। হামজাকে ঘিরে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে, যাকে কাজে লাগাতে চায় বাফুফে। প্রাথমিকভাবে লালগালিচা সংবর্ধনার পরিকল্পনা থাকলেও, সময়ের অভাবে সেটি সম্ভব হচ্ছে না।

ফাহাদ করিম আরও জানান, হামজা সরাসরি ক্যাম্পে যোগ দেবেন। ২০ মার্চ ভারত যাওয়ার আগে তাকে গণমাধ্যমের সামনে আনার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। ১৮ তারিখ রাতে অথবা ১৯ তারিখ সকালে হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর একটি পাঁচতারকা হোটেলে দলীয় ফটোশুট হবে। হামজা ঢাকায় অনুশীলন করবেন কিনা, তা কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

পাঠকপ্রিয়