সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভোটের আমেজ, তফসিল নিয়ে ধোঁয়াশায় চাকসু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজ নিজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল নিয়ে ধোঁয়াশা কাটেনি। গঠনতন্ত্র অনুমোদন এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হলেও দৃশ্যমান কোনো রোডম্যাপ প্রকাশ না করায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ দেখা দিয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছে।

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে চাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। গঠনতন্ত্র পর্যালোচনার পর গত ১ আগস্ট সিন্ডিকেট সভায় নতুন সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। এরপর রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিনকে আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকীকে সদস্য সচিব করে ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

দীর্ঘদিনেও তফসিল ঘোষণা না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রনেতারা। চবি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন, “দীর্ঘদিন ধরে আমরা চাকসু নির্বাচনের দাবি করে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এখন চাপের মুখে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করলেও স্বচ্ছ নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যাবে।”

চট্টগ্রাম মহানগর দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “অন্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এটা হতাশাব্যঞ্জক। দ্রুত সময়ের মধ্যে চাকসু নির্বাচন চাই।”

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আমরা ভোটার তালিকা তৈরির জন্য সব বিভাগ-ইনস্টিটিউটে শিক্ষার্থীদের তথ্য চেয়েছি। তালিকা হাতে পেলেই দ্রুত তফসিল ঘোষণা করতে পারব।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নির্বাচন পরিচালনা কমিটি কাজ করছে। ভোটার তালিকা প্রস্তুত হলেই তফসিল ঘোষণা করা হবে। আমরা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চাকসু নির্বাচনের দিকে এগোচ্ছি।”

সংশোধিত নতুন গঠনতন্ত্র অনুযায়ী, চাকসুতে গবেষণা ও উদ্ভাবন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, যোগাযোগ ও আবাসন, দপ্তর এবং ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক ও সহকারী সম্পাদকসহ ১২টি নতুন পদ যুক্ত হয়েছে।

এবার শুধু বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও আবাসিক শিক্ষার্থীরাই ভোটার ও প্রার্থী হতে পারবেন, যাদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। তবে সান্ধ্যকালীন, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবেন না।

পাঠকপ্রিয়