সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

আলবেনিয়ার মন্ত্রিসভায় কৃত্রিম বুদ্ধিমত্তা, দুর্নীতি ঠেকাবে এআই ‘মন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমনে অভিনব এক পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশ আলবেনিয়া। দেশটির মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে ‘ডিয়েলা’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বটকে।

গত ১১ সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রী এদি রামা ‘ডিয়েলা’কে নতুন ‘মন্ত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দেন, যার মূল কাজ হবে সরকারি কেনাকাটায় (পাবলিক টেন্ডার) স্বচ্ছতা আনা এবং দুর্নীতি প্রতিরোধ করা।

তবে এই নিয়োগ মূলত প্রতীকী। আলবেনিয়ার সংবিধান অনুযায়ী, মন্ত্রী হতে হলে তাকে অবশ্যই দেশের নাগরিক এবং মানসিকভাবে সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি হতে হয়। ফলে এআই বট ডিয়েলার সাংবিধানিক কোনো ক্ষমতা থাকছে না।

কেন এআই ‘মন্ত্রী’?

প্রধানমন্ত্রী এদি রামার মতে, মানুষের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যক্তিগত লোভ, ক্ষমতা বা অর্থের প্রতি কোনো আকর্ষণ নেই। এটি কেবল বিদ্যুৎ ব্যবহার করে চলে, তাই এর পক্ষে তথ্য ফাঁস বা আর্থিক কেলেঙ্কারিতে জড়ানোর ঝুঁকি নেই। মূলত এই ‘আবেগহীন’ বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই সরকারি কার্যক্রমে স্বচ্ছতা আনতে চান তিনি।

রামা জানান, সরকারি কেনাকাটার জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ এআই মডেল তৈরি করতে একটি আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ চলছে। এই মডেল কেবল দুর্নীতির সুযোগ বন্ধ করবে না, বরং সরকারি কাজগুলোকে আরও দ্রুত ও দক্ষ করে তুলবে।

এর আগে ডিয়েলা আলবেনিয়ার ‘ই-আলবেনিয়া’ প্ল্যাটফর্মে ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করত, যেখানে এটি সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি নথি জমা দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করেছে এবং দশ লাখের বেশি আবেদনপত্র প্রক্রিয়াকরণে সাহায্য করেছে।

এআই ‘মন্ত্রী’ নিয়োগের পর দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই উদ্যোগকে ‘হাস্যকর’ ও ‘অসাংবিধানিক’ বলে সমালোচনা করেছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এর ইতিবাচক দিকও থাকতে পারে। তাদের মতে, এই এআই যদি সত্যিই সরকারি কাজে স্বচ্ছতা বাড়াতে পারে এবং মানুষের আস্থা অর্জন করতে পারে, তবে তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে।

প্রধানমন্ত্রী এদি রামা আশা করছেন, এই উদ্যোগ ২০২৭ সালের মধ্যে আলবেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে সহায়তা করবে।

পাঠকপ্রিয়