সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, থাকছে ১০টি নিরাপত্তা বৈশিষ্ট্য

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ হিসেবে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী বৃহস্পতিবার থেকে এই নোট পাওয়া যাবে।

গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোটটি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে অন্যান্য শাখা থেকেও তা সংগ্রহ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটের আকার ১৫২ মিলিমিটার দৈর্ঘ্য এবং ৬৫ মিলিমিটার প্রস্থ। নোটের রঙ মূলত সবুজ। এর বাঁ পাশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানে ফুটন্ত শাপলা ফুল ও পাতা রয়েছে। আর বিপরীত পাশে চিত্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন।

নোটটিতে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি, উজ্জ্বল ইলেক্ট্রোটাইপ ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটের সত্যতা নিশ্চিত করতে ও জাল নোট রোধে এতে ১০টি স্বতন্ত্র নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

নোটের ডান দিকের ওপরের কোণে থাকা ‘৫০০’ সংখ্যাটি অপটিক্যালি ভ্যারিয়েবল কালিতে ছাপা। নোটটি কাত করলে এর রঙ সবুজ থেকে নীল হয়ে যাবে এবং ভেতরে তির্যকভাবে লেখা ‘৫০০’ দেখা যাবে। এছাড়া ৪ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতায় লাল ও সোনালি রঙের সমন্বয় রয়েছে। নোটটি কাত করলে লাল অংশ সবুজে রূপ নেবে এবং সোনালি অংশে রংধনুর মতো রঙ দেখা যাবে।

দৃষ্টিপ্রতিবন্ধীদের সুবিধার্থে নোটের ডান নিচের কোণে ৫টি ছোট উঁচু ফোঁটা (ডট) দেওয়া হয়েছে। এছাড়া শহীদ মিনার, ব্যাংকের নাম, ডান পাশে তির্যক লাইন ও সুপ্রিম কোর্টের ছবি খসখসে বা রাফ ইনট্যালিও মুদ্রণে তৈরি করা হয়েছে, যা স্পর্শ করলে বোঝা যাবে।

নোটের নিচের বর্ডারের সবুজ নকশায় লুকানো অবস্থায় ‘৫০০’ সংখ্যাটি রয়েছে, যা কেবল সমান্তরালভাবে ধরলে দেখা যাবে। এছাড়া নোটের দুই পাশে ইউভি কিউরিং ভার্নিশ ব্যবহার করা হয়েছে, যা নোটকে চকচকে ভাব ও স্থায়িত্ব দেবে। নোটের বিভিন্ন স্থানে মাইক্রো প্রিন্টিংয়ে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে, যা কেবল আতশি কাচ বা লেন্স দিয়ে দেখা যাবে।

এর আগে একই স্থাপত্য সিরিজের অংশ হিসেবে ১০০০, ১০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

পাঠকপ্রিয়