সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

টকশোতে ব্যক্তিগত আক্রমণ নয়, গণমাধ্যমকে সতর্ক করল ইসি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) সব বেসরকারি চ্যানেলে নির্বাচনী প্রচারে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সঠিক নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করে নির্বাচনী পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপে রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি চিঠিতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

এছাড়া নির্বাচনী প্রচারণায় শালীনতা বজায় রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে। চিঠিতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ২৫-এর উল্লেখ করে বলা হয়, গণমাধ্যমে নির্বাচনী সংলাপে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি কোনো ব্যক্তিকে আক্রমণ করে বক্তব্য দিতে পারবেন না।

কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করা হয়—এমন কোনো প্রচার যেন না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ইসি।

পাঠকপ্রিয়