সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চমক ছাড়াই শুরু হচ্ছে বিপিএল, থাকছে না উদ্বোধনী আয়োজন

নিজস্ব প্রতিবেদক

জমকালো কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। বিগত আসরগুলোতে বলিউড ও দেশি তারকাদের নিয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান দেখা গেলেও এবার নিরাপত্তার স্বার্থে ও সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে সেই পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিল এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ সিলেটে শুরু হওয়ার কথা রয়েছে ঘরোয়া ক্রিকেটের এই মেগা আসর।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, “গণজমায়েত নিয়ে বাংলাদেশ সরকারের বর্তমান পরামর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল বড় ধরনের জনসমাগম হয় এমন কোনো প্রাক-টুর্নামেন্ট অনুষ্ঠান বা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।”

আয়োজকরা জানান, টুর্নামেন্টটিকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে আয়োজন করার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিশিয়াল এবং সংশ্লিষ্ট সব অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

বিসিবির এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও সংকট তৈরি হয়েছে। গণজমায়েতের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সম্প্রতি রাজধানীতে একাধিক কনসার্ট বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন ঘিরেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং বড় জমায়েতের ঝুঁকি এড়াতেই বিসিবি জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে সরে এসেছে।

পাঠকপ্রিয়