সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চ্যাম্পিয়ন হলে মিলবে রেকর্ড ৫ কোটি ডলার, মোট প্রাইজমানি ৬৫৫ মিলিয়ন

নিজস্ব প্রতিবেদক

২০২৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫০ মিলিয়ন (৫ কোটি) মার্কিন ডলার। বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এই প্রাইজমানি ঘোষণা করেছে।

শিরোপা ধরে রাখতে পারলে লিওনেল মেসির আর্জেন্টিনা বা নতুন কোনো বিশ্বচ্যাম্পিয়ন দল আগের বিশ্বকাপের তুলনায় প্রায় ৮ মিলিয়ন বা ৮০ লাখ ডলার বেশি অর্থ পাবে। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার।

ফিফার ঘোষণায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের মোট প্রাইজমানি তহবিল ধরা হয়েছে ৬৫৫ মিলিয়ন ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ২০২২ বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে মোট ৪৪০ মিলিয়ন ডলার বিতরণ করা হয়েছিল।

ফিফা আরও জানিয়েছে, এবারের আসরের রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান বা অপর সেমিফাইনালিস্ট দল পাবে ২৭ মিলিয়ন ডলার। এছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে ৯ মিলিয়ন ডলার করে। এর পাশাপাশি অংশগ্রহণকারী ৪৮টি দলের প্রতিটিই প্রস্তুতি খরচ বাবদ অতিরিক্ত ১.৫ মিলিয়ন ডলার পাবে।

এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে ৪৮ দল অংশ নেবে। দলসংখ্যা বাড়লেও প্রাইজমানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

পাঠকপ্রিয়