সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ, শেষ রক্ষা হলো না আসামির

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি আবু বক্কর (৪৫) নামের পরোয়ানাভুক্ত এক পলাতক আসামির। পুলিশের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় তাকে বুঝিয়ে পুকুর থেকে তুলে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সওদাগরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আবু বক্কর ওই এলাকার আজিজুর রহমানের ছেলে। একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

চকরিয়া থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে এসআই সুজনসহ পুলিশের একটি দল সওদাগরঘোনা এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে দৌড়ে গিয়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন আবু বক্কর। এরপর তিনি সাঁতরে পুকুরের এপার-ওপার করে পালানোর চেষ্টা করতে থাকেন।

অভিযানে অংশ নেওয়া এসআই সুজন বলেন, “আমাদের দেখে বক্কর পুকুরে ঝাঁপ দেয়। পরে আমরা তাকে অনেক বুঝিয়ে-শুনিয়ে পুকুর পাড়ে তুলে আনি। শীতে যাতে কষ্ট না পায়, সেজন্য কাপড় পরিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আদালতের নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

পাঠকপ্রিয়