সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

নাটকীয়তার মধ্যেও যেভাবে জয় পেল চট্টগ্রাম রয়্যালস

নিজস্ব প্রতিবেদক

বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে মালিকানা বদল নিয়ে নাটকীয়তার সাক্ষী হয়েছে চট্টগ্রাম রয়্যালস। শেষমেশ ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালিকানা জটিলতায় অনেকে এখন দলটিকে মজা করে ডাকছেন ‘কমিটির টিম’ বলে। তবে সব সমালোচনা আর সংকট উড়িয়ে দিয়ে মাঠের খেলায় দারুণ জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। মাত্র দুই বিদেশি ক্রিকেটার নিয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে তারা।

শুক্রবার সংবাদ সম্মেলনে ‘কমিটির টিম’ ডাকটি শোনার পর হাসির রোল পড়ে যায়। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী হাসানও হাসি লুকাতে পারেননি। তিনি বলেন, কমিটির টিম, এটা তো আমরা এলাকার খেলায় জানি। কিন্তু এখন কমিটির টিম কীভাবে বলব, এখানে তো লাইভ টেলিকাস্ট ম্যাচ। এখানে কমিটির টিম যদি থেকেও থাকে, লাভ নেই আসলে।

টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম বিসিবিকে জানান, প্রত্যাশিত পৃষ্ঠপোষক না পাওয়ায় মালিকানায় থাকতে চান না তাঁরা। একরকম বাধ্য হয়েই দলটি চালানোর দায়িত্ব নেয় বিসিবি। তড়িঘড়ি করে নতুন ম্যানেজমেন্ট সাজানো হয়। এতে টিম ডিরেক্টর হিসেবে হাবিবুল বাশার, প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান ও ম্যানেজার হিসেবে নাফিস ইকবাল যুক্ত হন। তবে দলটির বিদেশি খেলোয়াড় সংকট এখনো কাটেনি। স্কোয়াডে মাসুদ গুরবাজ আর মির্জা তাহির বেগ ছাড়া আর কোনো বিদেশি ক্রিকেটার নেই।

এত সব সমস্যার মধ্যেও বড় জয়ে টুর্নামেন্ট শুরু করার বিষয়ে মেহেদী হাসান বলেন, আমার মনে হয় রিজিকের একটা বিষয় থাকে, আল্লাহ হয়তো এভাবেই পরিকল্পনা করেছেন। আমাদের এমনই হবে। কিন্তু দিন শেষে আমি বলব, যতই ঝড়-তুফান যাক না কেন, খেলা তো মাঠের ভেতরে হবে। আপনি যখন ২২ গজে ঢুকবেন তখন আপনার মানসিকতা খেলার দিকেই থাকবে।

পেশাদার ক্রিকেটে এবারই প্রথম অধিনায়কত্বের অভিজ্ঞতা হচ্ছে মেহেদীর। তাও আবার এমন এক দলের দায়িত্ব পেয়েছেন, যা মাঠের বাইরের ইস্যুতে বিপর্যস্ত। তবে প্রথম ম্যাচেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান করার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।

অধিনায়ক হিসেবে দলকে সামলানোর বিষয়ে মেহেদী বলেন, আপনারা জানেন যে আসলে এটা একটু কঠিন ছিল। কিন্তু দিন শেষে ক্রিকেট খেলা। আমরা তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি, এটা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা খেলার ভেতরে হতে পারত। কিন্তু খেলা শুরুর আগে এটা সমাধান হয়ে গেছে। জিনিসটা এ জন্য হয়তো খেলোয়াড়দের জন্য ভালো হয়েছে। তবে আগের মালিকানায় যে অস্বস্তি ছিল, তা অকপটে স্বীকার করে তিনি বলেন, এই পরিবেশটা আসলে আমি কোনো ফ্র্যাঞ্চাইজিতে পাইনি। আমার জন্য একটু কঠিন ছিল।

পাঠকপ্রিয়