সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

ফ্যাক্টচেক: আ.লীগ নেতার ‘বউ তুলে নেওয়ার’ ভিডিওটি সাজানো নাটক

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিএনপির কর্মীরা আওয়ামী লীগের এক চেয়ারম্যানের বাসায় ডাকাতি করতে গিয়ে মালামালের সঙ্গে তার স্ত্রীকেও তুলে নিয়ে গেছে। তবে যাচাইয়ে দেখা গেছে, দাবিটি পুরোপুরি মিথ্যা এবং ভিডিওটি একটি সাজানো নাটকের দৃশ্য।

সম্প্রতি ফেসবুক ও ইউটিউব শর্টসে ভিডিওটি ভাইরাল হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, “বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের চেয়ারম্যানের বাসায় ডাকাতি করতে এসে মালামালের সাথে তার বউকেও তুলে নিয়ে যায়।” ভিডিওতে কিছু লোককে জোরপূর্বক এক নারীকে ধরে নিয়ে যেতে দেখা যায়।

কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। এটি ‘Crime Story BD’ (ক্রাইম স্টোরি বিডি) নামের একটি ফেসবুক পেজে গত ২ জানুয়ারি আপলোড করা হয়েছিল। ওই পেজে জনসচেতনতা বা বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা এমন অসংখ্য স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও রয়েছে।

মূল ভিডিও এবং ওই পেজের অন্যান্য ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, ভিডিওর চরিত্রগুলো পেশাদার বা শৌখিন অভিনেতা। তারা ওই পেজের অন্যান্য ভিডিওতেও অভিনয় করেছেন। মূলত একটি সাজানো ঘটনার ভিডিওকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে ফ্যাক্টচেক বিশ্লেষণে উঠে এসেছে।

পাঠকপ্রিয়