সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

তারেক রহমানসহ ১৩ বিএনপি নেতার মনোনয়ন বাতিলের ভিডিওটি ‘ভুয়া’

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ১৩ জন শীর্ষ নেতার মনোনয়ন বাতিল করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

ওই ভিডিওতে দাবি করা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন এই ঘোষণা দিয়েছেন। তবে যাচাই-বাছাই ও অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটি প্রযুক্তির সহায়তায় তৈরি করা একটি ভুয়া কন্টেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে সাংবাদিক মাসুদ কামাল এবং ব্যারিস্টার মনিরুল ইসলামের আলাদা দুটি ভিডিওর অংশবিশেষ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জোড়া লাগানো হয়েছে। এডিট করা ভিডিওটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন মনে হয় সিইসি মনোনয়ন বাতিলের ঘোষণা দিচ্ছেন।

অনুসন্ধানে দেখা গেছে, সাংবাদিক মাসুদ কামাল এবং ব্যারিস্টার মনিরুল ইসলামের মূল ভিডিও দুটিতে () তারেক রহমান বা বিএনপি নেতাদের মনোনয়ন বাতিল সংক্রান্ত কোনো তথ্য বা আলোচনা ছিল না। মূলত ভিন্ন প্রসঙ্গের ভিডিও কেটে ও জোড়া লাগিয়ে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে।

বাস্তবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন তারেক রহমানসহ বিএনপির ১৩ নেতার মনোনয়ন বাতিল নিয়ে কোনো ঘোষণা দেননি। নির্বাচন কমিশন বা মূলধারার কোনো গণমাধ্যমেও এ ধরনের কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক বিশ্লেষণে বিষয়টি ‘ভুয়া’ বা ‘মিথ্যা’ হিসেবে প্রমাণিত হয়েছে।

পাঠকপ্রিয়