মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে অভিষেক ম্যাচেই গোল করে ইন্টার মিয়ামিকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। শনিবার ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগ কাপের ম্যাচে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন তিনি।
ম্যাচের ৫৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফাউল করলে ফ্রিকিক পায় মিয়ামি। বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন মেসি।
অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা মেসির অভিষেক ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন লেব্রন জেমস, সেরিনা উইলিয়ামস, টম ব্র্যাডি, কিম কার্দাশিয়ানের মতো তারকারা।
মেসির অভিষেক নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তিনি মাঠে নামেন। বেকহ্যাম জানিয়েছিলেন, মেসির খেলার জন্য সময় লাগতে পারে।
মেসির আগমনে মেজর সকার লিগে বেশ কিছু মাঠের কৃত্রিম ঘাস বদলে সাধারণ ঘাস লাগানোর কথা ভাবা হচ্ছে।