শনিবার (২২ জুলাই) ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।
এরই পরিপ্রেক্ষিতে রোববার (২৩ জুলাই) শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) সড়ক দুর্ঘটনার ১৬টি প্রধান কারণ চিহ্নিত করেছে।
এসসিআরএফ জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ২ হাজার ৭৮১টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৮৯৮ জন মারা গেছে এবং ৪ হাজার ৭২০ জন আহত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ৮৮ জনের মৃত্যু হয়েছে।
এসসিআরএফের চিহ্নিত ১৬টি কারণ:
* ত্রুটিপূর্ণ যানবাহন
* অদক্ষ, অসচেতন ও অসুস্থ চালক
* বিপজ্জনক গতিতে গাড়ি চালানো
* আইন ও নিয়ম না মেনে ওভারটেকিং
* চালক ও হেলপারের ক্লান্তি
* জরাজীর্ণ রাস্তা
* ঝুঁকিপূর্ণ মোড়
* মোটরসাইকেলের অতিরিক্ত ব্যবহার
* ধীর গতির তিন চাকার গাড়ি
* অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো
* বিআরটিএর সক্ষমতার অভাব ও দুর্নীতি
* দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা
* হাইওয়ে পুলিশের অভাব
* জনগণের সচেতনতার অভাব
* ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা
* আইন প্রয়োগে শিথিলতা ও চাঁদাবাজি
এসসিআরএফ মনে করে, সরকারের আন্তরিকতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা, পরিবহন খাতে মালিক-শ্রমিক নেতাদের প্রভাব কমানো, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা এবং সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।