সরকারি প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতা ও যথাযথ তদারকির অভাবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গঠিত তদন্ত কমিটি।
সোমবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তদন্ত প্রতিবেদনের পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতিত্ব করেন।
তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতা তথ্য ফাঁসের মূল কারণ। যথাযথ কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবলের অভাবে ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর যথাযথ তদারকি করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে তথ্য ফাঁস রোধে কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: বিদ্যমান ওয়েব অ্যাপ্লিকেশনের পরীক্ষা, টেকনিক্যাল টিমের সদস্য সংখ্যা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির নির্দেশনা মেনে চলা।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বিএনডিএ নির্দেশিকা অনুসরণ, সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং, নিয়মিত আইটি অডিট, সোর্স কোডে পরিবর্তন পরীক্ষা, দক্ষ জনবল নিয়োগ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।