উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আলজেরিয়ার পাহাড়ি বেজাইয়া ও বুইরা অঞ্চলে এ দাবানলে ১০ জন সেনাসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।
মঙ্গলবার (২৫ জুলাই) দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ১ হাজার ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় ১০ জন সেনা নিহত হয়েছেন।
সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। প্রবল বাতাসের কারণে আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে জলবায়ু সঙ্কট প্রকট আকার ধারণ করায় ঘন ঘন তাপপ্রবাহ, বন্যা, দাবানলসহ মারাত্মক বিপর্যয় ঘটছে।