বর্তমানে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মশাবাহিত এই রোগে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে। কিন্তু এমন এক দেশও আছে যেখানে একটিও মশা নেই। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত ইউরোপের দেশটি হলো আইসল্যান্ড।
আইসল্যান্ডে মশা, পোকামাকড় এমনকি সাপেরও দেখা মেলে না। অথচ প্রতিবেশী গ্রিনল্যান্ড, স্কটল্যান্ড ও ডেনমার্কে মশার উপদ্রব রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মশার বংশবৃদ্ধির জন্য স্থির জলাশয় প্রয়োজন। আইসল্যান্ডে এমন জলাশয় নেই। এছাড়াও, চরম শীতের কারণে জল দ্রুত জমে যায়, যা মশার বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।
আইসল্যান্ডে ‘মিজ’ নামক এক ধরনের পোকা দেখা যায় যা দেখতে মশার মতো। তবে এটি কেবল নরম ত্বকে কামড়াতে পারে।