শনিবার, ৯ নভেম্বর ২০২৪
প্রচ্ছদবিশেষ সংবাদমহাকাশে ফুটল জিনিয়া ফুল, নাসার গবেষণায় সাফল্য

মহাকাশে ফুটল জিনিয়া ফুল, নাসার গবেষণায় সাফল্য

নিজস্ব প্রতিবেদক

মহাকাশে সবজি ফলানো কিংবা ফুল ফোটানো নিয়ে ১৯৭০ সাল থেকে গবেষণা চলছে। নাসার মহাকাশচারীরা ইতোমধ্যেই লেটুস, টমেটোর মতো সবজি মহাকাশে ফলিয়েছেন।

২০১৫ সালে মহাকাশচারী কিয়েল লিন্ডগ্রেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে জিনিয়া ফুল ফোটানোর গবেষণা শুরু করেন এবং সম্প্রতি তিনি সেই গবেষণায় সাফল্য পেয়েছেন।

পৃথিবীর মতোই মহাকাশেও জিনিয়া ফুল ফুটেছে।

নাসা জানিয়েছে, মহাকাশে তাদের বাগান শুধুমাত্র দেখানোর জন্য নয়, বরং পৃথিবীর বাইরে কীভাবে সবজি ফলানো যায় তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশে গাছ রোপন ও পরিচর্যা নিয়ে অনেক দিন ধরেই গবেষণা চলছিল এবং অবশেষে তা সফল হয়েছে।

এই বিভাগের আরও পড়ুন

googlee2fa12e91d785426%20(1).html