চীনের সাথে সম্পর্কের টানাপড়েনের মধ্যেই তাইওয়ানকে ৩৪ কোটি ৫০ লাখ ডলারের নতুন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্যাকেজে প্রতিরক্ষা সরঞ্জাম, সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। তবে কোন ধরনের অস্ত্র ও সরঞ্জাম দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র জানিয়েছে, প্যাকেজটিতে গোয়েন্দা-নজরদারি সরঞ্জাম এবং ছোট অস্ত্র গোলাবারুদও থাকতে পারে।
এই সিদ্ধান্তে চীন ক্ষুব্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দেশটি জানিয়েছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে নিজেদের দখলে নেবে।
ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ পেংইউ বলেছেন, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধ করা উচিত।