সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

কপিল দেবের তোপ, আইপিএল নিয়ে প্রশ্ন, ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক কপিল দেব ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আইপিএলের প্রতি আঙুল তুলে বলেন, ছোটখাটো চোট নিয়েও ক্রিকেটাররা আইপিএলে খেলতে দ্বিধা করে না, কিন্তু জাতীয় দলের হয়ে খেলার সময় খেলতে চায় না।

কপিলের মতে, আজকাল ক্রিকেটাররা জাতীয় দলের চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেয়। তিনি বলেন, “আইপিএল ভালো, তবে এই টুর্নামেন্ট ক্রিকেট জীবন নষ্টও করে দিতে পারে। হালকা চোট নিয়েও প্লেয়াররা আইপিএল খেলে। কিন্তু অল্প চোট নিয়ে দেশের হয়ে খেলে না।”

এ প্রসঙ্গে তিনি বোর্ডকেও খোঁচা দিয়ে বলেন, “ক্রিকেট বোর্ডের বোঝা উচিত একজন প্লেয়ারের কতটা খেলা উচিত।”

সাক্ষাৎকারে কপিল বুমরার ফিটনেস নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বুমরার কী হয়েছে? যদি ও বিশ্বকাপে খেলতেই না পারে, তাহলে আমরা অযথা ওর পেছনে সময় নষ্ট করছি।”

ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পাশাপাশি অহংকার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কপিল। তিনি বলেন, “তারা প্রচুর অর্থ উপার্জন করছে। তাতে তাদের মধ্যে এক ধরণের অহংকার তৈরি হয়েছে। এটিই তাদের ধ্বংস করছে।”

তিনি আরও বলেন, “খুব বেশি অর্থ আসলে, অহংকারও আসে। এসব ক্রিকেটাররা মনে করে তারা সবকিছু জানে।” সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তির পরামর্শ না নেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কপিল।

পাঠকপ্রিয়