প্রচ্ছদবিশেষ সংবাদসম্রাট নিরোর ব্যক্তিগত থিয়েটারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত

সম্রাট নিরোর ব্যক্তিগত থিয়েটারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক

প্রত্নতত্ত্ববিদ মার্জিয়া ডি মেন্তোর নেতৃত্বে ২০২০ সালে রোমে শুরু হওয়া খননকার্যে সম্রাট নিরোর ব্যক্তিগত থিয়েটারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে।

ভ্যাটিকান থেকে কয়েক মিটার দূরে অবস্থিত এই থিয়েটারের অস্তিত্ব রোমান লেখক প্লিনি দ্য এল্ডারের লেখায় উল্লেখ থাকলেও এর অবস্থান ছিল অজানা।

দু’হাজার বছরের পুরোনো এই থিয়েটারে মার্বেলের কলাম, স্বর্ণপত্র, অভিজাত সাজসজ্জা, পোশাক ও মঞ্চের পর্দা সহ একাধিক সংগ্রহশালা পাওয়া গেছে।

৫৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৬ বছর বয়সে ক্ষমতায় আসা সম্রাট নিরো ৬৮ খ্রিষ্টাব্দে বিদ্রোহের মুখে সিংহাসনচ্যুত হয়ে আত্মহত্যা করেন।

এই বিভাগের আরও পড়ুন

googlee2fa12e91d785426%20(1).html