মহারাষ্ট্রের থানে জেলার সাহাপুরে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে ক্রেন ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ধসে পড়া ক্রেনের নিচ থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৪ জন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুম্বই থেকে ৪০ কিমি দূরে সরলামবে গ্রামে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নির্মাণকর্মীরা তৃতীয় দফার কাজ করার সময় ক্রেনটি আচমকা ভেঙে পড়ে।
আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।