আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ৭ আগস্ট বাংলাদেশে আসছে। ঢাকায় তিন দিন থাকবে ট্রফিটি। ট্রফি বরণ ও প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এবার পদ্মা সেতুতে ট্রফির ফটোসেশন করার পরিকল্পনা রয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ ট্রফি যে দেশে যায় সেখানকার কোনো বিশেষ স্থানে ফটোসেশন করতে হয়। গতবার জাতীয় সংসদ ভবনের সামনে ফটোসেশন করা হয়েছিল। এবার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।
গত জুনে ভারতে বিশ্বকাপ ট্রফির যাত্রা শুরু হয়। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ভ্রমণ করে ৭ আগস্ট ঢাকায় পৌঁছাবে। ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার পর ট্রফিটি শ্রীলঙ্কা হয়ে কুয়েত যাবে।