সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চীনে প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা, নিহত ২০

নিজস্ব প্রতিবেদক

চীনে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাট ধ্বংস, গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী বেইজিংয়ের আশপাশের অঞ্চলে প্রবল বৃষ্টিতে কমপক্ষে ২০ জন নিহত ও ২৭ জন নিখোঁজ হয়েছেন।

বেইজিংয়ে সাধারণত গ্রীষ্মকাল শুষ্ক থাকে, তবে এবার রেকর্ড পরিমাণ তাপের পর প্রবল বৃষ্টিপাত শুরু হয়। বেইজিং শহরতলির স্কুল, সরকারি ভবন এবং নিকটবর্তী তিয়ানজিন ও ঝুওঝৌ শহরে হাজার হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলেও মারাত্মক বন্যা দেখা দিয়েছে, যার ফলে বহু মানুষ মারা গেছে। এদিকে, দেশের অন্যান্য অংশ খরার সাথে লড়াই করছে।

সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। হেবেই প্রদেশে নয়জনের মৃত্যু হয়েছে। ফিনিক্স টিভি জানিয়েছে, রাজধানীর ফাংশান জেলার প্রায় ৬০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঝুওঝৌতে এক লাখ ২৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিং আটকে পড়াদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতি কমাতে ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন। তিয়ানজিনের ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

হেবেই প্রদেশে ঘণ্টায় ৯০ মিলিমিটার এবং শনিবার থেকে কোথাও কোথাও ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পাঠকপ্রিয়