টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে সড়ক, বাসাবাড়ি ও দোকানপাট। নগরীর প্রায় এক-তৃতীয়াংশ নিচু এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শনিবার (৫ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়কগুলোসহ বাসা-বাড়িতেও পানি উঠেছে। আগের দিন বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি থৈ থৈ করলেও সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় বেশি সমস্যা হয়নি। কিন্তু আজ অফিসগামী মানুষ জলাবদ্ধতায় আটকা পড়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টি আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে। চট্টগ্রাম পতেঙ্গাস্থ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জহিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৬১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৫ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, “সকাল ৯টার পর থেকে বৃষ্টির তীব্রতা বেশি ছিল। এর সাথে জোয়ার যোগ হওয়ায় নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিকেল ৩টার পর জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ মিটার বেশি হতে পারে। বৃষ্টি অব্যাহত থাকলে নগরীর অবস্থা আরও খারাপ হবে।”
বৃষ্টিতে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা মোহরা, হামিদচর, চর রাঙামাটিয়া, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, বাস টার্মিনাল, ডিসি রোড, কাপ্তাই রাস্তার মাথা, খাজা রোড, মিয়াখান নগর, প্রবর্তক মোড়সহ আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, চাক্তাই-খাতুনগঞ্জ, রিয়াজ উদ্দিন বাজার এবং নগরীর অন্যান্য নিচু এলাকা প্লাবিত হয়েছে।
জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে।