সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চবি ও ভারতের এসএনইউ’র মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) মধ্যে তথ্য ও প্রযুক্তি আদান-প্রদানের লক্ষ্যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রবিবার ঢাকায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক বাণিজ্যিক সম্মেলনে এমওইউ স্বাক্ষর করেন এসএনইউর আচার্য সত্যম রায়চৌধুরী এবং চবি’র উপাচার্য শিরীন আখতার।

এই চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-শিক্ষক আদান-প্রদান, তথ্য ও গবেষণা বিনিময় সহজতর হবে। পাশাপাশি, উভয় প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির বাণিজ্যিকীকরণের উদ্যোগ নেওয়া হবে।

পাঠকপ্রিয়