লিওনেল মেসির অসাধারণ ফ্রি-কিকে ৪-২ গোলের অভাব কাটিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইন্টার মিয়ামি। সোমবার টেক্সাসের টয়োটা স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে এফসি ডালাসকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের ৬ষ্ঠ মিনিটে মেসির গোলে এগিয়ে গেলেও ৩৭ ও ৪৫ মিনিটে গোল করে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ডালাস। ৬৩ মিনিটে আরও একটি গোল করে লিড ৩-১ করে তারা।
শেষ দিকে ৪-২ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় মেসির ফ্রি-কিক থেকে গোল করে ঘুরে দাঁড়ায় মিয়ামি।
নির্ধারিত ৯০ মিনিট ৪-৪ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে জয় নিশ্চিত করে মিয়ামি। মেসির আগমনের পর টানা চার ম্যাচ জিতেছে দলটি।