সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

পাকিস্তান বাতিল করলো ইরানের সাথে গ্যাস পাইপলাইন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের হুমকির মুখে ইরানের সাথে গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন প্রকল্প বাতিল করেছে পাকিস্তান।

ডন পত্রিকার খবরে বলা হয়েছে, পেট্রোলিয়ামবিষয়ক উপমন্ত্রী ড. মোসাদ্দিক মালিক জাতীয় পরিষদে লিখিতভাবে প্রকল্পটি বাতিলের কথা জানান। এই পাইপলাইন দিয়ে প্রতিদিন ৭৫০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাকিস্তানে আসার কথা ছিল।

মারাত্মক অর্থনৈতিক সঙ্কটে থাকা পাকিস্তানে প্রায়ই লোডশেডিং হয়। কোনো কোনো সময় দিনে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। বিদ্যুৎ উৎপাদনের কাজে এই গ্যাস ব্যবহার করার কথা ছিল।

চলতি বছরের প্রথম দিকে পাকিস্তানকে সতর্ক করে দিয়ে ইরান জানিয়েছিল, প্রকল্পটি ২০২৪ সালের মার্চের মধ্যে বাস্তবায়ন করা না হলে তাদেরকে ১৮ বিলিয়ন ডলার জরিমানা দিতে হবে।

পাঠকপ্রিয়