প্রায় দু’বছর পর চালু হওয়া দুবাইয়ের অন্যতম আকর্ষণীয় ও দর্শনীয় আইন দুবাই (Ain Dubai) আবারো বন্ধ হয়ে গেছে। গেল রোববার ঘুরতে ঘুরতে হঠাৎ করেই আকাশপানে আটকে গেল দুবাইয়ের বিখ্যাত চক্রযান।
যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেই খবর পাওয়া গেছে। ‘আইন দুবাই’ (দুবাই আই) নামে এই চক্রযান থেকে পর্যটকদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে গ্ল্যামার যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল এই চক্রযান। এলইডি আলোয় সুসজ্জিত এই যান আগ্রহীদের পৌঁছে দিত সুউচ্চ রেস্তরাঁ, ক্যাফে, শপিং মলে। ৮২৫ ফুট উপরে তৈরি হয়েছে দুবাই আই। বিখ্যাত লন্ডন আইয়ের সাথে তুলনা করলে এটি প্রায় দ্বিগুণ উচ্চতায় তৈরি। এক দফায় ১,৭৫০ জনকে নিয়ে ঘুরতে পারে আইন দুবাই। আকাশের সে সফর নাকি দারুণ উপভোগ্য! টিকিটের দাম শুরু ২৭ ডলার থেকে। প্রায় ১,৩০০ ডলার পর্যন্ত টিকিট পাওয়া যায়।
বছর দুই আগে এর উদ্বোধন হয়। মাঝে থমকে থাকার পর কয়েক মাস আগেই ফের চালু হয়। রোববার ফের তা স্তব্ধ হয়ে গেল। যদিও কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনো। সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ হয়ে গেল।