সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ, আছেন তামিম

নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১২ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত দলে রয়েছেন নাইম শেখ, শেখ মেহেদী হাসান এবং এখনো কোনো ওয়ানডে না খেলা শামীম পাটোয়ারী। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের।

চমক হিসেবে দলে রয়েছেন তানজিদ হাসান তামিম। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক বলেন, “টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রিয়াদ নেই। অধিনায়ক সাকিব এবং প্রধান কোচ হাথুরুসিংহের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপে কি মাহমুদউল্লাহ থাকবেন, সে প্রশ্নের জবাবে নান্নু বলেন, “এটা আপাতত এশিয়া কাপের দল। টিম ম্যানেজমেন্টের অনেক পরিকল্পনা আছে, যা আমরা শেয়ার করতে পারিনা।”

উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ২৬ আগস্ট শ্রীলংকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।

পাঠকপ্রিয়