হৃদরোগে আক্রান্ত ব্যক্তির তাৎক্ষণিক রোগ নির্ণয়ের একটি যুগান্তকারী কিট আবিষ্কার করেছে ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠান। এই কিটের মাধ্যমে মাত্র ১০ মিনিটেই হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা নির্ণয় করা সম্ভব।
মানবদেহে হার্ট মাসল ক্ষতিগ্রস্ত হলে রক্তে ট্রোপোনিন নামক এক প্রোটিন নিঃসৃত হয়। আক্রান্ত ব্যক্তির আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত নিয়ে এই কিটে পরীক্ষা করলে রক্তের ট্রোপোনিনের মাত্রা শনাক্ত করা যাবে।
হাসপাতালের পাশাপাশি ঘরে বসেও যে কেউ এই পরীক্ষাটি করতে পারবেন। এমনকি উপসর্গবিহীন হৃদরোগ শনাক্তকরণেও এই কিট কার্যকরী ভূমিকা পালন করবে।
কিটটির স্পর্শকাতরতা ৯৮% এবং ইরানের জাতীয় ও আন্তর্জাতিক নিরীক্ষণ প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই এর কার্যকারিতা অনুমোদন করেছে।
এই আবিষ্কারের ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তি দ্রুত চিকিৎসা পাবেন এবং স্বাস্থ্যসেবা খাতের খরচও কমবে বলে আশা করা হচ্ছে।