ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার থেকে মন্থর ওভার রেটের জন্য ফুটবলের মতো লাল কার্ড দেখানো হবে। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের পূর্বে এই নতুন নিয়ম চালু করার ঘোষণা দিয়েছে সিপিএল কর্তৃপক্ষ।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের সিপিএলের ম্যাচগুলোতে সময় নষ্ট করলে পুরুষ এবং মহিলা উভয় দলকেই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বিশেষ করে, ২০ তম ওভারের শুরুতে যদি ফিল্ডিং দল নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে থাকে, তাহলে আম্পায়ার সেই দলের একজন ক্রিকেটারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাতে পারবেন।
টুর্নামেন্টের অপারেশন ডিরেক্টর মাইকেল হল বলেন, “আমরা হতাশ যে, টি-টোয়েন্টি ম্যাচগুলোতে সময়ের দিক থেকে প্রতি বছর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই প্রবণতাকে রোধ করার জন্য আমরা সবরকম চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “ম্যাচ যাতে সময়মতো শেষ হয় সেই বিষয়টি নিশ্চিত করা ক্রিকেটের সাথে জড়িত সকলের দায়িত্ব। আমরা টুর্নামেন্টের আগে ফ্র্যাঞ্চাইজি দলগুলো এবং ম্যাচ কর্মকর্তাদের এই দায়িত্বের প্রতি সচেতন করেছি।”
মন্থর ওভার রেটের জন্য জরিমানা করেও তেমন কার্যকর না হওয়ায় সিপিএল কর্তৃপক্ষ এই নতুন পদক্ষেপ নিয়েছে। টি-টোয়েন্টিতে একটি ইনিংসের জন্য ৮৫ মিনিট সময় বরাদ্দ থাকে। সিপিএল কর্তৃপক্ষ এবার এই সময় কঠোরভাবে পালন করতে চায়।
১৮তম ওভারের শুরুতে যদি সময় বেশি লাগে, তাহলে ৩০ গজের বৃত্তের বাইরে থেকে একজন অতিরিক্ত ফিল্ডারকে ভেতরে আনতে হবে। ১৯তম ওভারেও একই অবস্থা হলে দুজন ফিল্ডারকে ভেতরে আনতে হবে। এরপরও যদি শেষ ওভার শুরু করতে দেরি হয়, তাহলে একজন ফিল্ডারকে মাঠ ছাড়তে হবে।
তবে, কোনও দল যেন অন্যায়ভাবে শাস্তি না পায় সেটিও নিশ্চিত করার ব্যবস্থা থাকবে। খেলার মধ্যে চোট, ডিআরএস, ব্যাটিং দলের সময় নষ্ট ইত্যাদি বিষয় বিবেচনা করে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নেবেন যে সময় নষ্ট হয়েছে কিনা।
মাইকেল হল বলেন, “ওভার রেটের বিষয়টি তৃতীয় আম্পায়ার পর্যবেক্ষণ করবেন। মাঠে থাকা আম্পায়ার প্রতিটি ওভার শেষে অধিনায়ককে সতর্ক করবেন। গ্রাফিক্সের মাধ্যমে দর্শকদেরও জানানো হবে যে, দলটি ওভার রেটের ক্ষেত্রে কতটা পিছিয়ে আছে।”