বার্সেলোনায় ফিরবেন বলে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফরাসি গণমাধ্যম লেকিপ জানিয়েছে, ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই বছরের জন্য আল-হিলালের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।
ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন, সবুজ সংকেত পেলেই সৌদি ক্লাব আল হিলালে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। পিএসজি ইতোমধ্যেই দুই বছরের চুক্তিতে রাজি হয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
নেইমারকে পেতে আল-হিলালের বিশাল অঙ্কের প্রস্তাবের কাছে হার মেনেছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকাকে না পাওয়ায় বিকল্প খুঁজছে স্প্যানিশ ক্লাবটি। জানা গেছে, নেইমারের পরিবর্তে অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্সকে দলে ভেড়াতে আগ্রহী কাতালানরা।
তবে আগামী বছর আল-হিলাল থেকে নেইমারকে ধারে বার্সেলোনায় খেলতে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
সৌদি লিগের শক্তিশালী দল আল-হিলাল গত মৌসুমে ৩০ ম্যাচে ১৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ছিল। শনিবার (১২ আগস্ট) আরব ক্লাব কাপে আল নাসরের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে তারা।