চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মোজাহের মাওলা (৪০) নামে এক ব্যক্তি গত ৮ আগস্ট নগরীর ওআর নিজাম রোডস্থ বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৯১ জনের মধ্যে ৬৩ জন সরকারি এবং ২৮ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ৪ হাজার ২৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৪৬ জন ভর্তি আছেন।