কানাডার দুটি শহর কেলোনা ও ইয়েলোনাইফে শুক্রবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ কলাম্বিয়া এবং উত্তর-পশ্চিম অঞ্চলে এই দাবানলে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে এবং লক্ষ লক্ষ একর ভূমি ঝলসে গেছে।
উত্তর-পশ্চিম অঞ্চলের রাজধানী ইয়েলোনাইফের প্রায় ২০,০০০ বাসিন্দা এলাকা ত্যাগ করেছে। বেশিরভাগই গাড়িতে করে আলবার্টা প্রদেশের দিকে পালিয়ে গেছে। প্রায় ৪,০০০ লোককে বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে পশ্চিম ব্রিটিশ কলম্বিয়ার কেলোনা শহরে আগুন শতগুণ বৃদ্ধি পেয়েছে। গত দিনে ৬,৮০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। অগ্নিনির্বাপকদের পিছু হটতে বাধ্য করা হয়েছে এবং বাসিন্দাদের উদ্ধারের জন্য ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা চালানোর সময় কিছু লাইনের পিছনে আটকা পড়েছে।
স্থানীয় দমকল প্রধান জেসন ব্রোলান্ড জানিয়েছেন, ‘উল্লেখযোগ্য সংখ্যক কাঠামো হারিয়ে গেছে।’ তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পশ্চিম ব্রিটিশ কলম্বিয়ার প্রধানমন্ত্রী ডেভিড ইবি শুক্রবার গভীর রাতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, অগ্নিকান্ডের কারণে ‘ভয়ানক ক্ষতি হয়েছে’।