বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে আবারও ইংল্যান্ড ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস।
ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার জানিয়েছেন, স্টোকসকে ফেরাতে ইংল্যান্ড ম্যানেজমেন্ট চেষ্টা করেছে। কিন্তু কোনো জোর করা হয়নি। নিজের ইচ্ছাতেই ওয়ানডে দলে ফিরেছেন স্টোকস।
গেল বছরের জুলাইয়ে তিন ফরম্যাটে খেলার চাপ ও হাঁটুর ইনজুরির কারণে ওয়ানডে থেকে অবসর নেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক স্টোকস।
সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ তিন টেস্টে হাঁটুর ইনজুরির কারণে বোলিং করতে পারেননি স্টোকস।
অ্যাশেজ শেষে স্টোকসকে দলে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেন ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ম্যাথু মট।
ডেইলি মেইলকে মট জানান, স্টোকসের সাথে আলোচনা করবেন অধিনায়ক বাটলার। স্টোকস বোলিং না করলেও বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে পারবেন।
এর কিছুদিনের মধ্যে অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরেছেন স্টোকস।
আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের জন্য প্রাথমিক দলে রাখা হয়েছে ৩২ বছর বয়সী স্টোকসকে।
বাটলার বলেন, “সত্যি বলতে এটা বেনের (স্টোকস) সিদ্ধান্ত ছিল। আমার মনে হয় না ইচ্ছা না থাকলে তার সাথে কথা বলে কেউ তাকে রাজি করাতে পারবে।”
দীর্ঘদিনের পরিচয়ে স্টোকস সম্পর্কে বাটলার জানান, ব্যক্তিগত সিদ্ধান্তগুলো নিজে নিতেই পছন্দ করেন স্টোকস। দলে ফেরার বিষয়ে জোর করা হলে হিতে বিপরীত হতো।
ইংল্যান্ডের হয়ে ১০৫ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে ২৯২৪ রান করেছেন স্টোকস। বল হাতে আছে ৭৪ উইকেট।
ঘরের মাঠে ২০১৯ সালে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বড় অবদান ছিল স্টোকসের। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও অবদান রেখেছেন তিনি।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড। ঐ সিরিজ দিয়ে ওয়ানডেতে প্রত্যাবর্তন ঘটবে স্টোকসের।